সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে থানার বাসুদেবকোল দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ২ শিশুরা হলেন- আপন চাচাতো ভাই। বাসুদেবকোল দক্ষিণ পাড়ার রেজাউল করিমের ছেলে শিহাব (৭) ও তার চাচাতো ভাই লাবুর ছেলে অনিক (৭)।
পারিবারিক সুত্রে জানা যায়, বিকালে শিশু শিহাব ও অনিক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা অবস্থায় অসাবধানতা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক তাদের ২ জনকেই মৃত্যু ঘোষনা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।