কর্পোরেট ডেস্ক: সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ ২ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৪ আগস্ট, বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী দোহাজারী শাখার পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মোঃ লোকমান হাকিম, চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আরিফুর রহমান, দোহাজারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ওসমান, সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া পেকুয়া ও পদুয়াবাজার শাখার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
কর্পোরেট সংবাদ/এএইচ