কর্পোরেট ডেস্ক: “জাতীয় শোক দিবস-২০২৩” পালন উপলক্ষে মাসব্যাপী চলমান বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ করছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রহমত উল্লাহ্, ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জনাব জয়নাল আবেদীন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব আব্দুল হামিদ, মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক মিসেস জাফরিন খন্দকার সহ পার্শ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপক, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ