আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন উপজলোয় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (২৩ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই, নায়েবে আমীর ফকীর আহম্মেদ, জামায়াত নেতা আলী আহম্মেদ, আবু জাফর, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর শাহ আলম, ২নং ওয়ার্ড আমীর আল আমীন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সামাদ, মিবির কর্মী বায়োজীদ আহম্মেদ ও সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন।
ঝিনাইদহ পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আটকের খবর নিশ্চত করে জানান, জামায়াতের বিক্ষোভ কর্মসুচি সামনে রেখে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ জন্য তাদের আটক করা হয়।