সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্নমানের খোয়া, বালু ও নামমাত্র সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।
জানা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়েছে। তার মধ্যে ২০টি ওয়াশ ব্লকের নির্মাণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী কে কার্যাদেশ দেওয়া হয়।
উপজেলার বাঁশবাড়িয়া, ওয়াশিন, কাজিপুর, পৌষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিডিউল বর্হিভূত ভাবে মাটির উপরই ওয়াশ ব্লকের ভিম ঢালাই করা হচ্ছে। ঢালাই কাজে নিম্নমানের খোয়া, বালু ও নামমাত্র সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের জন্য ওয়াশ ব্লক কাজে অনিয়ম করায় বিদ্যালয় কমিটির সভাপতি ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসেম জানান, ওয়াশ ব্লক নির্মাণ কাজের শুরুতেই নিম্নমানের খোয়া, বালু, সিমেন্ট ব্যবহার করেছে। আমরা অভিযোগ করলে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার। তারা আরো অভিযোগ করে বলেন আজকে ওয়াশ ব্লকের ভিম ঢালাই হবে অথচ আমাদের কে কিছুই জানানো হয়নি’।
পৌষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন, ওয়াশ ব্লকের নির্মাণ কাজের প্রথমে খারাপ খোয়া দিয়ে কাজ করেছে। কিন্তু সেটা বাধা দেওয়ার কারণে খারাপ খোয়া পরিবর্তন করে ভালো খোয়া দিয়েছে।,
ওয়াশ ব্লক নির্মাণ কাজের অনিয়মের বিষয়ে ওয়াশ ব্লকের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হায়দারের কাছে জানতে চাইলে তিনি ফোন দিলে কল ধরেন না।
প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজের অনিয়মের বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, ওয়াশ ব্লকের ভিম ঢালাই সরাসরি মাটির উপর করা যাবে না। ওয়াশ ব্লক কাজে অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কর্পোরেট সংবাদ/এএইচ