কর্পোরেট ডেস্ক: রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর নাম কোম্পানী আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী পরিবর্তন করে বেসিক ব্যাংক পিএলসি করা হয়েছে। মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩য় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকের শেয়ারহোল্ডারগণ নাম পরিবর্তনের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম এর সভাপতিত্বে ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন।
এসময় অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য- ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মোঃ এম. লতিফ ভূঞা এবং মোঃ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, ও কোম্পানি সচিব মোঃ হাসান ইমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ