মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌর আওয়ামিলীগ নেতা সাইফ উদ্দীনের হাত বাধা অবস্থায় রক্তাক্ত মদরেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) সকালে শহরের হলিডে মোড় এলাকায় সানমুন আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রবিবার বিকেলে হোটেল কক্ষে উঠেন তিনি। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে সাইফের খোজ না পেয়ে পুলিশকে খবরদেয় তার পরিবার।
সোমবার সকালে হোটেল কক্ষকোন সাড়া না পেয়ে হোটেল শ্রমিক রুমে ঢুকে সাইফের রক্তাক্ত দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জাননা, এটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে বলে জানান তিনি। সাইফ উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ছুরিকাঘাতে সাইফের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
সাঈফ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল।সবশেষ তিনি পৌর আওয়ামিলীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।