আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজাসহ মজিবুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে মজুবুলের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে তাকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত মজিবুল আসাননগর গ্রামের মাঠপাড়ার মনোয়ার আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মজিবুলের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজিবুলকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মজুবুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।