মো: সাদ্দাম হোসেন মুন্না, স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ৬ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুলের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লা থেকে তাদেরকে আটক করা হয় । এ-সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ও ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল-মজিবর রহমান (৫০), মো: বিল্লাল (২৫), মো: আক্তার ওরফে কানা আক্তার (৪৩), মো: রিয়েল (২২), মো: জলিল (২৮), মো: বাবু (২২)। মাদক ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে ভিবিন্ন পাড়া মহল্লায় দীর্ঘদিন ধরে বসবাস করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তী ওই আটককৃতর তথ্যমতে আরও ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।