আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম ও তার ছেলে আশিকুল ইসলাম ।
পুলিশ জানায়, দর্শনা থেকে কিছু মাদক ব্যবসায়ী মাদক নিয়ে মোটর সাইকেল যোগে কালীগঞ্জ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। সে সময় সন্দেহ হলে একটি মোটর সাইকেলের গতি রোধ করে তল্লাসী করে অভিনব কায়দায় থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ