নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানাধীন এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের সর্দার রাইসুল ইসলাম রিপন (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৩।
আটককৃত রাইসুল ইসলাম রিপন (৪০), সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভারাঙ্গা এলাকার বাসিন্দা গাজী মোঃ আব্দুর রাজ্জাক খন্দকারের ছেলে ।
বৃহ:বার (১৭ আগস্ট, ২০২৩) সন্ধা ৭.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
র্যাব জানায়, আসামি রাজধানীর রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার এবং তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলেই সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
কর্পোরেট সংবাদ/এএইচ