কর্পোরেট ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পেট্রোবাংলার পক্ষ থেকে এর চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এর নেতৃত্বে ১৫ আগস্ট মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সকালে রাজধানীর কাওরানবাজারস্থ পেট্রোবাংলা ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ থেকে পাঠ ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ