কর্পোরেট ডেস্ক: আইপিডিসি প্রীতি’র (নারী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আইপিডিসি’র রিটেইল সেবার প্ল্যাটফর্ম) পার্টনার হিসেবে ‘আমরা অ্যাক্টিভ’ ফিটনেস জিমকে অন্তর্ভুক্ত করতে আইপিডিসি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
চুক্তি মোতাবেক, আইপিডিসি প্রীতি গ্রাহক ও আইপিডিসি-র কর্মীবৃন্দের জন্য ‘আমরা অ্যাক্টিভ’-এ মেম্বারশিপ প্যাকেজে দেওয়া হচ্ছে ১০% ছাড়। চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অফ লায়াবিলিটি সাখওয়াত হোসেন, আমরা অ্যাক্টিভ-এর নির্বাহী পরিচালক নিব্রাস পান্নীসহ উভয় প্রতিষ্ঠানের আরও কজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ