কর্পোরেট ডেস্ক: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। প্রধান শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এন এন এ অটো রাইস মিলস লিমিটেডের পরিচালক আসিক ইবনে আলম গ্রেফতার হয়েছেন।
প্রতিষ্ঠানটির ৩১ কোটি ১০ লক্ষ ৭৮ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ০১-১০-২০২০ তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মামলা নং- ৫২৪/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় ৪ জন বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ প্রতিষ্ঠানটির পরিচালক আসিক ইবনে আলম (পিতা এ কে এম খোরশেদ আলম) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
গত ২০ জুলাই ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকেও গ্রেফতার করা হয়।
কর্পোরেট সংবাদ/এএইচ