কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা জেলার হেমায়েতপুর এলাকা হতে একটি অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সালমান সরদারকে (২১) অপহরণকৃত ভিকটিমকে উদ্ধারসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (৮ আগস্ট) সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর এলাকা হতে পলাতক আসামি মোঃ সালমান সরদারকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় ০৬/০৮/২০২৩ তারিখের একটি অপহরণ মামলা রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকে ধৃত আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।