তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: কয়েক দিনের টানা বৃষ্টিতে মঙ্গলবার বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের প্রধান ফটক এলাকায় সড়কের ওপর একটি গাছ উপড়ে পড়েছে।
এতে সড়কের পাশে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে সড়কে পড়ে যায়। এ সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা।
আকস্মিকভাবে গাছ সড়কে পড়ায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের কর্মীরা সড়কে পড়া গাছ কেটে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এতে কোন ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি।