নিজস্ব প্রতিবেদক : সহকারী সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলির একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়টি।
প্রজ্ঞাপনে বলা হয়, দিনাজপুরের বীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানাকে দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে, নড়াইল জেলার নড়াইল সদরের উপজেলা নির্বাহী অফিসার বেগম সাদিয়া ইসলামকে খুলনা বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম শিউলি রহমান তিন্নীকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।