কর্পোরেট ডেস্ক : কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এর “অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন ২০২৩” শনিবার (৫ আগস্ট) ঢাকাস্থ গুলশানের All Community Club এ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কোম্পানীর ২০২৩ সালের ব্যবসায়ীক কার্যক্রমকে আরো অগ্রসর, কোম্পানীর উন্নয়ন এবং ২০২৩ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সম্মেলন পরিচালনা করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান কে.এম. আলমগীর সহ অন্যান্য পরিচালকবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ।