তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : ভারমুক্ত হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এখন পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তারা। এর মধ্য দিয়ে ভারমুক্ত নেতা হলেন মৌলভীবাজারেরর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র। এখন থেকে পূর্ণ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।
রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত ঘোষণা করেছেন দলীয় সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, দেশের কোন এক জেলার একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাকে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সাধারণ সম্পাদকের মর্যাদা দেয়ার আহ্বান জানালে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত প্রত্যেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সভপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
তাঁর এই ঘোষণাকে হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ।
রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
মূলত মাঠ পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় ও চাঙা করতে এই বিশেষ বর্ধিত সভা আহ্বান করে আওয়ামী লীগ।
এএইচ