তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে বরমচালের কুখ্যাত রাবার ও গাছচোর সাজাপ্রাপ্ত আসামি শাহেল খাঁন গ্রেপ্তার।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসির নেতৃত্বে শুক্রবার (৪ আগস্ট) এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ আমির উদ্দিন, এসআই(নিরস্ত্র)/দেবাশীষ তালুকদার, এএসআই(নিরস্ত্র)/তাজুল ইসলাম ও এএসআই(নিরস্ত্র)/মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলাধীন বরমচাল নামক স্থানে অভিযান পরিচালনা করে বরমচাল রাবার বাগান থেকে কুখ্যাত রাবার ও গাছ চোর এবং জিআর ১২৫/১২ (কুলাউড়া) এর তিন (৩) বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত আসামী শাহেল খাঁনকে গ্রেপ্তার করা হয়। উপজেলার রাউৎগাও এর বাসিন্দা মৃত সুরুজ মিয়ার ছেলে শাহেল খাঁন। গ্রেপ্তারকৃত আসামী শাহেল খাঁন এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর হিসেবে পরিচিত।
এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, শাহেল খাঁন একজন চিহ্নিত রাবার ও গাছ চোর।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৮ টি মামলা ইতিপূর্বে রয়েছে। গ্রেপ্তারের পর আসামীকে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ