কর্পোরেট ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নানা কর্মসূচী পালন করবে রূপালী ব্যাংক লিমিটেড। একই সাথে শোক দিবসকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ব্যাংকের মাসব্যাপী কর্মসূচী।
মঙ্গলবার কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোকের মাসের কর্মসুচী শুরু করেছে রূপালী ব্যাংক। দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালো ব্যাজ ধারণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. নোমান মিয়া।
এ ছাড়াও ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধুর পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ