নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (৩১ জুলাই) সোমবার অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বা ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-ইউনিলিভার কনজিউমার, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, রূপালী ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স এবং ঢাকা ব্যাংক।
ইউনিলিভার কনজিউমারের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩১ জুলাই বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৬ টাকা ৭২ পয়সা।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩১ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩১ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩১ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
মার্কেন্টাইল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩১ জুলাই ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩১ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।