October 9, 2024 - 12:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএনসিসি ব্যাংকের “৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ” কর্মসূচী শুরু

এনসিসি ব্যাংকের “৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ” কর্মসূচী শুরু

spot_img

কর্পোরেট ডেস্ক : এনসিসি ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য মাসব্যাপী “৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচী” রবিবার (৩০ জুলাই)) ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে শুরু হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো এম. শামসুল আরেফীন, এসভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, এসভিপি ও ট্রেনিং ইন্সিটিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ সোহেল মোস্তফা এবং ট্রেনিং ইন্সিটিটিউটের ফেকাল্টি মেম্বার ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন। নতুন নিয়োগপ্রাপ্ত মোট ২৯ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের বর্তমান বিশ্বায়নের যুগে ব্যাংকিং সংক্রান্ত সব ধরণের জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার তাগিদ দেন। তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের মেধা ও মননের সর্বোত্তম বিকাশ ঘটিয়ে একজন ব্যাংকারের নেতৃত্বের শীর্ষে পৌঁছানো সম্ভব। তিনি সততা, উদ্যোম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ