January 18, 2026 - 1:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসনি টিভি কিনলেই মিলছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফ্রি স্টেকেশন সুবিধা

সনি টিভি কিনলেই মিলছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফ্রি স্টেকেশন সুবিধা

spot_img

কর্পোরেট ডেস্ক: টেলিভিশন কিনে পাঁচ তারকা হোটেলে স্টেকেশন সুবিধা! কি- অবাস্তব মনে হচ্ছে? অবশ্য হওয়ার-ই কথা। কিন্তু সত্যিই মিলছে এমন সুযোগ। বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্যের ক্রেতাদের এই বিশেষ সুবিধা দিতে একযোগে কাজ শুরু করেছে দেশ-বিদেশের তিনটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান । জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশন, বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং দেশের প্রথম পাঁচ তারকা ও বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

সনি-স্মার্টের অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে জাপানের সনি’র আসল টেলিভিশন কিনলেই পণ্যভেদে নানা ধরনের স্টেকেশন সুবিধা মিলবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বল রুমে সনি এবং স্মার্টের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চুক্তি সই হয়। চুক্তিতে সনি কর্পোরেশনের পক্ষে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, স্মার্ট ইলেক্ট্রনিকসের পক্ষে পরিচালক মো. তানভীর হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার সই করেন।

এসময় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, সচিব এস এম তরিকুল ইসলাম, সনি ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, এবং পরিচালক মো. কামাল হোসেন মোরশেদ (অর্থ ও ব্যবসায় সহায়তা), এবং সনি-স্মার্টের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) আজাদ রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন-ফাইভ (জি-৫) পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জনই সনি-স্মার্টের ব্যবসার মূলমন্ত্র।

এসময় সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান বলেন, “আমি বিশ্বাস করি, একে অপরের সহযোগিতায় সহজেই বাংলাদেশের গ্রাহক দুয়ারে আসল পণ্য ও সেবা পৌঁছাতে পারবো আমরা। স্মার্টকে সঙ্গে নিয়ে এই লক্ষ্য বাস্তবায়নে সনি’র প্রচেষ্টার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যুক্ত হওয়ায় আমাদের সক্ষমতা আরও বাড়বে।”

স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের (সনি-স্মার্ট) পরিচালক মো. তানভীর হোসেন বলেন, “৭৭ বছর ধরে বিশ্বব্যাপী প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিনোদন বাজারের শীর্ষে রয়েছে সনি। আর দেশের বাজারে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট’র রয়েছে তথ্য-প্রযুক্তি খাতে ২৫ বছর পণ্য সরবরাহে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। সনি এবং স্মার্টের সঙ্গে এবার যোগ হলো হোটেল-চেইন ব্যবসায় বিশ্বসেরা ১০টির একটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এই তিন সেরা মিলে যখন আমরা দেশের ইলেকট্রনিকস পণ্যের গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার পরিকল্পনা করেছি, তখন সেটি অবশ্যই ব্যতিক্রমী এবং নতুনত্বে ভরপুর হবে।”

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার বলেন, “১৯৮২ সালে আমাদের বাড়িতে যখন প্রথম টেলিভিশন কেনা হয়, তখনই আমরা সনি’র টেলিভিশন কিনি। সম্প্রতি বাসা পরিবর্তন করার সময়ও আমার স্ত্রী সনি’র টেলিভিশনের কথা জানায়। সনি ব্র্যান্ড আমাদের মতো গ্রাহকদের বিশ্বস্ততা অর্জন করছে। তাইতো সনি-স্মার্টের সঙ্গে হসপিটালিটি পার্টনারশীপ চুক্তি করলো ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এই চুক্তির ফলে নতুন কিছুতে যুক্ত হলাম আমরা। এর ফলে, সনি, স্মার্ট এবং আমাদের গ্রাহকেরা সব ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাবেন বলে আমি আশা করছি।”

সনি-স্মার্টের হেড অব সেলস ও মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী জানান, “ছোট কিংবা বড়, সনি’র যেকোনো টেলিভিশন কিনলেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় থাকা-খাওয়া-বিনোদনসহ পণ্যভেদে নানা ধরনের বিশেষ সুবিধা পাবেন গ্রাহকেরা। একইসঙ্গে এই অফারের আওতায় গ্রাহকদের কাছে থাকা যেকোনো ব্র্যান্ডের পুরনো কিন্তু সচল ল্যাপটপ, সিআরটি টিভি, এলসিডি কিংবা এলইডি টিভি সনি-স্মার্টের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে জমা দিয়ে ব্রাভিয়া সনি’র নতুন টেলিভিশন কেনার ক্ষেত্রে ১৯ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু পাবেন।”

কর্পোরেট সংবাদ/এএই্চ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা-টিউলিপ ও রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও...

শর্ত মানলে ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর পরিচালক ফারহান আখতার যখন ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা দেন, তখন থেকেই ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সবাইকে...

জেএমআই হসপিটালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি বিকেলে সাড়ে ৩...

২৫ জানুয়ারি বঙ্গজের বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি বিকেলে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই...

বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ বিসিবির

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা ও উদ্বেগের কথা জানিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল...

৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা...

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনের বিধান সম্পর্কে...