নিজস্ব প্রতিবেদক: ৭৬.৯০ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি । শনিবার (২২ জুলাই ২০২৩), দুপুর ১২.৩০ মিনিটে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ বিষয়টি অনুমোদিত হয় ।
কোম্পানিসূত্রে জানা যায়, চট্টগ্রাম ও বরিশাল এ নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২.৯০ শতাংশ ও বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি ক্রয় করবে কোম্পানিটি ।
জানা গেছে, কোম্পানটির জমি কিনতে মূল্য রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতিত যথাক্রমে ২,৬০,00,000/- (দুই কোটি ষাট লক্ষ) টাকা ও ২,৯৮,০০,০০০/= (দুই কোটি আটানব্বই লক্ষ) টাকা ব্যায় হবে ।
কর্পোরেট সংবাদ/এএইচ