শেয়ার বাজার ডেস্ক: তিন কর্পোরেট পরিচালক নিজেদের ধারন করা ইসলামী ব্যাংকের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছে। এবং পাশাপাশি এই তিন প্রতিষ্ঠান ব্যাংকটির পর্ষদ থেকে তাদের মনোনিত পরিচালকদের প্রত্যাহার করে নিয়েছে।
কর্পোরেট পরিচালক তিনটি হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।
এর আগে, রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রি করে দিয়েছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটি তার মনোনিত পরিচালকও ব্যাংকটির পর্ষদ থেকে প্রত্যাহার করে নিয়েছে।
আর পরিচালকদের শেয়ার বিক্রির কারণে ইসলামি ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।
ব্যাংকটির জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে, জুন মাসে জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ২.০১ শতাংশ শেয়ার কিনেছে। আর এই কোম্পানির মনোনিত হয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদ এর ছেলে আহসানুল আলম ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এখন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্পোরেট সংবাদ/ এএইচ