নিজস্ব প্রতিবেদক : সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) কোম্পানির প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়।
সভায় ২০২২ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এফসিএ। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান, ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম), ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, হাফিজুর রহমান বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মাদ নাওয়াজ, মোসা. নাসিমা বেগম, মো. শেখ সাইদুজ্জামান, মোহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএসহ শেয়ারহোল্ডাররা।
সভায় চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, করোনো মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব ব্যাংকিং খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উদ্ভুত পরিস্থিতির মধ্যেও এসবিএসি ব্যাংক আধুনিক চিন্তাধারায় সুন্দরভাবে এগিয়ে চলছে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠিত থাকায় সকল আর্থিক সূচক ইতিবাচক ধারায় রয়েছে; এ জন্য তিনি দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্যাংকে জনগণের আমানত গচ্ছিত থাকে, সে আমানতের পাহারাদার হিসেবে পর্ষদ দিকনির্দেশনা প্রদান করছে। দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে আমরা পরিচালিত হবো।
তিনি জানান, ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা জনগণের কাছ থেকে অর্থ নিয়ে দেশের উন্নয়নে অংশীদারির ভূমিকা পালন করে। সুতরাং গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। একইসঙ্গে তিনি ব্যাংকের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আরও বেশি প্রদানেরও প্রতিশ্রুতি দেন।