নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ২২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের। কোম্পানিটি ১৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রূপালী লাইফ ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইউসিবি ৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ২ লাখ, বেক্সিমকো ১ কোটি ১২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৯৯ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৪৬ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।