December 12, 2025 - 11:45 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকউগান্ডায় আবাসিক স্কুলে সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত

উগান্ডায় আবাসিক স্কুলে সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি আবাসিক মাধ্যমিক স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে নিকটবর্তী ‘বেওয়ারা’ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৬ জুন) রাতে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় শহর এমপন্ডওয়েতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) সীমান্ত থেকে শহরটি মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে, এ ঘটনায় নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল, তা জানায়নি পুলিশ।

জানা যায়, হামলাকারীরা স্কুল চত্বরে এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। একপর্যায়ে তারা স্কুলটির ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়। লুট করে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা সব খাদ্যসামগ্রী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাড়া করলে হামলাকারীরা কঙ্গো প্রজাতন্ত্রের বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ প্রশাসনের দাবি, কঙ্গোভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিফ) উগান্ডা শাখা এ হামলার জন্য দায়ী। গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত। এডিএফের বিরুদ্ধে ডাকাতি, মানবপাচার, হত্যা ও মাদক বাণিজ্যে সংশ্লিষ্টতার অসংখ্য অভিযোগ রয়েছে।

এডিএফের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর অসংখ্য অভিযোগ রয়েছে। বিশেষ করে, কঙ্গো প্রজাতন্ত্রের প্রত্যন্ত অঞ্চলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় তারা। চলতি বছরের এপ্রিলে পূর্ব ডিআরসিতে একটি হামলার জন্য গোষ্ঠীটিকে দায়ী করা হয়েছিল যাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছিল। পরের মাসে পূর্ব ডিআরসির মুকন্দি গ্রামে রাতের হামলার ৩৬ জন নিহত হওয়ার ঘটনার পেছনেও এ দল দায়ী বলে মনে করা হয়।

উগান্ডা কর্তৃপক্ষ ২০২১ সালে রাজধানী কাম্পালায় মারাত্মক আত্মঘাতী বোমা হামলার জন্য এডিএফকে দায়ী করেছে। ওই বছরে উগান্ডা এডিএফের বিরুদ্ধে কঙ্গো প্রজাতন্ত্রে যৌথ বিমান ও আর্টিলারি হামলা শুরু করে। সম্প্রতি দেশটি দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা এডিএফ সদস্যদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

১৯৯৫ সালে মুসেভেনি প্রশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য উগান্ডা মুসলিম লিবারেশন আর্মি ও ন্যাশনাল আর্মি ফর দ্য লিবারেশন অব উগান্ডাসহ (এনএএলইউ) বিদ্রোহী বাহিনীর একটি জোটের মাধ্যমে এডিএফ গঠিত হয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র এডিএফকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। খনিজ পদার্থ সমৃদ্ধ পূর্ব ডিআরসিতে বিচরণকারী কয়েক ডজন সশস্ত্র মিলিশিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক বলেও মনে করা হয় এ গোষ্ঠাকে। সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...