October 7, 2024 - 3:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি

spot_img

বেনাপোল প্রতিনিধি : পাসপোর্ট,বৈধ ভিসা নিয়ে ভারতে গিয়ে অবৈধভাবে সেখানে শ্রমিকের কাজ করার অপরাধে ৩ থেকে ৫ মাস সাজাভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি নাগরিক।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলো, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার রামপদ বিশ্বাস (৪০), শংকর কুমার (৩৯), রবীন্দ্রলাল (৪৫), চন্দন কুমার (৩৭), ধর্মদাস (৪৮), দেবাশিষ (৪৩), বাবু (৪৫), দেবপ্রদীপ (৪২),গোবিন্দ (২৯), তপন কুমার বিশ্বাস (৩২), মিলন মাঝি (৩৪), হরিদাস কুমার মঝি (৫৪), দিপংকর (৩৪), সুমেশ কুমার (৪৩), গৌরপদ মাঝি (৩৮), অমৃত মাঝি (৩৯)ও চট্রগ্রামের রাউজান থানার আদেশ কুমার বড়–য়া (৪৫)।

ফেরত আসা শংকর কুমার বলেন, সংসারে অভাব অনটনের কারণে আয় রোজগারের আসায় এক বছরের টুরিস্ট মাল্টিপল ভিসা নিয়ে ভারতের ব্যাঙ্গালুর শহরে যান। পরে সেখানে বিভিন্ন পেশায় শ্রমিকের কাজ করা এবং অবৈধভাবে বসবাস করার অপরাধে সেদেশের পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখেন। পরে কারাভোগ শেষে আজ শনিবার দেশে ফিরলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় পুলিশ তাদের জনিয়েছে তারা পাসপোর্টে সেদেশে প্রবেশ করে ব্যাঙ্গালুর প্রদেশে ধান রোপনের কাজ করছিল। পুলিশ জানতে পেরে তাদের আটক করে। এরা বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত ১৬ ডিসেম্বর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যায়। ফিরে আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা ‘রাইটস যশোর’ তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।

ফেরত আসাদের ‘যশোর রাইটস’এর এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, এদের সংস্থার যশোর নিজস্ব শেল্টার হোমে রেখে তাদের পরিবারকে খবর দিয়ে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ