October 10, 2024 - 2:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমৌলভীবাজারে বাংলা পান বিলুপ্তির পথে

মৌলভীবাজারে বাংলা পান বিলুপ্তির পথে

spot_img

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা যেমন চা উৎপাদনে সন্মানীত দেশে বিদেশে তেমনি মনু নদীর তীরজুড়েই একসময় বাড়ৈ সম্প্রদায়ের পানের বরজ তৈরি করে পান চাষ করতেন। একসঙ্গে চাষ করতো লাউ মরিচ ও বেগুন পান চাষের সহায়ক ভূমিকা পালন করতো। সিলেটসহ মৌলভীবাজারের প্রবাসে বাস করাদের কাছে লন্ডনে যেতো এ বাংলা পান। ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পান আসতে থাকায় কদর কমেছে বাংলা পানের। ফলে পৃষ্ঠপোষকতার অভাবে আজ বিলুপ্তির পথে বাংলা পান।

পান চাষের সঙ্গে জড়িতরা জানান, বরজ তৈরির উপকরণ ছন, বাঁশ, বেত ও শ্রমিক সংকটের কারণে অনেকেই ছেড়ে দিচ্ছেন পান চাষের আগ্রহ। পান চাষ ছেড়ে ভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন তারা। জেলার কুলাউড়া ও রাজনগর উপজেলার মনু নদীর তীরের গ্রামগুলোতে বেশীরভাগ পানের বরজ ছিল। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে কিছু চাষি সুপারি গাছের পাতা দিয়ে বরজ তৈরি করে পান চাষ করছেন এখন।

কৃষি বিভাগ বলছে, এ পর্যন্ত বাংলা পান চাষের জন্য কোনো প্রকার প্রকল্প নেই। জেলায় ২৫-৩০ একর ভূমিতে বাংলা পান চাষ হয়ে থাকে। নিজ উদ্যোগেই চাষ করেন তারা। আগে বাংলা পান চাষে মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার ৫ শতাধিক পরিবার অতপ্রতয় ভাবে জড়িত ছিল। বর্তমানে সংখ্যা কমে শতাধিক হয়েছে। এ পান স্থানীয়দের কাছে খুবই প্রিয় ছিল। এ অঞ্চলে বাংলা পানের পরিকল্পিত চাষাবাদ ঘুরিয়ে দিতে পারে বাড়ৈ সম্প্রদায়ের ভাগ্যের চাকা। জাতীয় অর্থনীতিতেও রাখতে পারে ভূমিকা। পাশাপাশি প্রবাসে রপ্তানি করা সম্ভব হতো।

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কুড়িগ্রামের সুব্রত কর বলেন, ‘পান চাষ করে সংসারের চাকা খুরতো। বাংলা পান ধরে রাখার জন্য আমরা চাষ করি। কিন্তু এখন ছন, বাঁশ ও শ্রমিক না পাওয়ায় বরজ তৈরি করতে অনেক কষ্ট হয়। ৮ শতাংশের ভূমিতে ৩ বছর মেয়াদের একটি বরজ তৈরি করতে ২০ হাজার টাকা খরচ হয়। প্রতি বছর মেরামত খরচ হয় ৮-১০ হাজার টাকা। লাভ হয় ৩০ হাজার টাকা।’

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টুপির মহল গ্রামের কোলনিশি দে বলেন, ‘পান বিক্রি করে একসময় অনেক লাভ হয়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসারের যাবতীয় হাসিখুশিতে খরচ চলতো। অতীতে এ অঞ্চলে ব্যাপকভাবে পান চাষ হতো। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা যেতো। কিন্তু নানাবিধ সমস্যায় পানের চাষ দিন দিন কমে যাচ্ছে।’

টিলাগাঁও ইউনিয়নের চকসালন গ্রামের বাবুল দত্ত বলেন, ‘কোনো একসময় আমাদের গ্রামের শতভাগ মানুষ পান চাষের সঙ্গে অতপ্রতয় ভাবে জড়িত ছিলেন। বিগত ৫-৭ বছরে পানের দাম কমেছে। বাইরের পান আসায় পানের প্রকৃত মূল্য আমরা পাচ্ছি না। বর্তমানে ১৫-১৬ ভাগ মানুষ পান চাষ করছেন। সরকার উদ্যোগ নিলে হয়তো আবার পান চাষে মানুষ ফিরে যাবে।’ ঘুরে দাঁড়াতে পারে পান চাষিরা।

মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘মৌলভীবাজারে খাসিয়া পানের চাষ বেশি হচ্ছে। বাংলা পানের চাষ দিন দিন কমে যাচ্ছে। আমাদের জানামতে, ২৫ একর ভূমিতে বাংলা পান চাষ হয়। এ পর্যন্ত আমাদের হাতে সরকারের পক্ষ থেকে বাংলা পান চাষের কোনো রকম প্রকল্প আসেনি। কোনো সুযোগ আসলে আমরা বাংলা পান চাষিদের পাশে দাঁড়াবো।’ পাশাপাশি চাষিদের পান চাষের জন্য উদ্বুদ্ধ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

৭-১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৪ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কারী ও তাদের বৈশ্বিক মান নিরূপনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও)-এর আহবানে প্রতি বছরের মত এবছরও বাংলাদেশ...

কেয়ামতের আলামত সম্পর্কে জেনে নিন!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী। দুনিয়ার জীবন হল ক্ষণস্থায়ী, অচিরে কিয়ামত হবে এবং এই ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঈমান ও আমল অনুযায়ী মানুষের জন্য জান্নাত...

‘শহীদ ওয়াসিম’ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ, রেজাল্ট শুনে কান্নায় ভেঙ্গে পড়লেন মা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ছেলের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়েই গিয়েছিল জোসনা বেগমের! বিলাপ করতে করতে গলার স্বরও বসে গিয়েছিল। একটা...

বেনাপোলে পাটবাড়ী দুর্গোৎসবের আজ মহা সপ্তমী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল নামচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রয় বাঙালি সনাতন ধর্ম বিশ্বাসীদের শারদীয় উৎসবে দুর্গাপূজার বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিন...

ময়মনসিংহে সাংবাদিক দেলোয়ারের উপর সন্ত্রাসী হামলা, আটক ১

ময়মনসিংহ ব্যুরো: যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহীদ ও ভিডিও সাংবাদিকদেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় পিটিয়ে দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে...

ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ড৪ (ডিবি'র) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল কাইয়ুম (২৬)...

পর্যটন খাতের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে এআইটি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পর্যটন সেক্টরে দক্ষতা উন্নয়ন ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের একটি...

দেশে আসছে ‘স্ত্রী ২’, যাচ্ছে ‘প্রহেলিকা’

বিনোদন ডেস্ক : বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসার...