শীতে পা ফাটা নিয়ে চিন্তিত? জেনে নিন উপায়

স্বাস্থ্য ডেস্ক : শীত পড়তে শুরু করেছে। এ সময়ে আবহাওয়া খুবই শুষ্ক থাকে। শীতে অনেকের পা ফাটার সমস্যা হয়ে থাকে। তাই শীতে পায়ের নিতে হবে বাড়তি যত্ন। পা ফাটা রোধে বাজারে অনেক ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে। কিন্তু সেসব প্রসাধনী ত্বকের জন্য ভালো নয়।

শীতে ত্বকের রুক্ষতা দূর করতে পারে গ্লিসারিন। আর গ্লিসারিন কীভাবে ত্বক ব্যবহার করবেন তা আমরা অনেকে জানি না। শীতে ত্বকে, হাত ও পায়ে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এতে ত্বকের রুক্ষতা দূর হবে, হাত কোমল থাকবে ও পা ফাটার সমস্যা হবে না।

গ্লিসারিন হলো একটি অর্গানিক কমপাউন্ড। এটি তৈরি হয় অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন দিয়ে। এ গ্লিসারিন ত্বকে ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই কীভাবে গ্লিসারিন ব্যবহার করবেন।

রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে ৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এর পর শুকনো করে মুছে হাতের তালুতে গ্লিসারিন নিয়ে পায়ে ম্যাসাজ করুন।

এরপর কটনের মোজা পরে নিন। এভাবে প্রতিদিন রাতে যদি গ্লিসারিন ব্যবহার করা হয়, তা হলে পা ফাটা সমস্যা থাকবে না।