October 7, 2024 - 7:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিডা. জাফরুল্লাহ মৃত্যুহীন প্রাণ বিবেকের বার্তাবাহক: আ স ম রব

ডা. জাফরুল্লাহ মৃত্যুহীন প্রাণ বিবেকের বার্তাবাহক: আ স ম রব

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, নির্লোভ-মানবিক চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বুধবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সকল মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিতকরণ ও সার্বিক মুক্তির প্রশ্নে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর যে প্রতিশ্রুতি-আকাঙ্ক্ষা, তা তাঁর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে না। মুক্তি সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত লড়াই ও সংগ্রামের গৌরবজনক অধ্যায়ে জাফরুল্লাহ চৌধুরীর বীরোচিত সংহতি প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। অন্যায় ও অসমতায় জর্জরিত সমাজের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন বিদ্রোহী।

১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে প্রচন্ড প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিবেকের বার্তাবাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সুখ-শান্তি, পদ-পদবীর সকল সম্ভাবনাকে নাকচ করে দিয়ে প্রশ্নাতীতভাবে নিজেকে মানুষের ‘অকৃত্রিম বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

গণমানুষের পক্ষে কথা বলায় তিনি বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, এমন কী বিনা বিচারে তার ফাঁসি চেয়ে পোস্টারও সাঁটানো হয়েছিল।

তিনি শুধু একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য চিন্তাবিদ, সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার পবিত্র দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কর্ম, কীর্তি এবং অবদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা কোনদিন শেষ হবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ