পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১২ এপ্রিল) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১০টি কোম্পানির ৬ কোটি ৭৩ লক্ষ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার ১৭১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে ৬২০৪.৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে ২১৯৯.১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০০ পয়েন্ট বেড়ে ১৩৪৫.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, জেমীনি সী ফুড, জেনেক্স ইনফোসেস, বিএসসি, অলিম্পিক ইন্ডাঃ, এপেক্স ফুটওয়্যার, সী পার্ল বীচ্ রিসোর্ট, আরডি ফুড ও ইউনিক হোটেল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম লাইফ ইন্সুঃ, অরিয়ন ইনফিউশন, ফাইন ফুডস, সানলাইফ ইন্সুঃ, এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, ইউনিক হোটেল, মনোস্পুল পেপার ও লিগেসী ফুটওয়্যার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুঃ, বীচ্ গ্যাচারী, বিডি ওয়েল্ডিং, সিমটেক্স ইন্ডাঃ, ডেল্টা লাইফ ইন্সুঃ, মেঘনা পিইটি, উসমানিয়া গ্লাস, বেঙ্গল উইন্ডসোর ও বিডি অটোকারস্ লিঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৭৭৮১৯৯৮৭৮৮.০০।