পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১১টি কোম্পানির ৭ কোটি ২৭ লক্ষ ৩০ হাজার ৯৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৯ কোটি ৪৯ লক্ষ ৮৯ হাজার ১১১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৪৭ পয়েন্ট কমে ৬২০১.৫৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.০৭ পয়েন্ট কমে ২১৯৭.০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫৩ পয়েন্ট কমে ১৩৪৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টিকোম্পানি হলো:- এপেক্স ফুটওয়্যার, আমরা নেট, জেমীনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসেস, ইস্টার্ন হাউজিং, সী পার্ল বীচ্ রিসোর্ট, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি ও লিগেসী ফুটওয়্যার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বীচ্ হ্যাচারী, লিগেসী ফুটওয়্যার, এপেক্স ফুটওয়্যার, সমতা লেদার, বিডি থাই ফুড, সিনোবাংলা ইন্ডাঃ, স্ট্যান্ডার্ড সিরামিকস্, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন ও জেমীনি সী ফুড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আল-হাজ্বটেক্স, সিএপিএম আইবিবিএল মি. ফা., মুন্নু অ্যাগ্রো, পেপার প্রসেসিং, কোহিনুর কেমিক্যালস, তমিজউদ্দিন টেক্সটাইল, এসিআই ফর্মুলেশনস্, কে অ্যান্ড কিউ, দেশ গার্মেন্ট ও জেনেক্স ইনফোসিস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৫৬৩৯৮১৪২৬৭১২.০০।