নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৬৭ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা ও বস্ত্র খাতের কোম্পানি। এ দুই খাতে ২৭টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ খাতে ২০টি, প্রকৌশল খাতে ১৭টি, আর্থিক ও জ্বালানি খাতে ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮টি, বিবিধ খাতে ৪টি, সিমেন্ট, খাদ্য, আইটি খাতে ৩টি, সিরামিক খাতে ২টি এবং সেবা-ভ্রমণ খাতে ১টি কোম্পানি ক্রেতাশূন্য।