পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে পতনে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩০টি কোম্পানির ৮ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার ১০৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৫ কোটি ৮০ লক্ষ ২ হাজার ৩৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪.৩৪ পয়েন্ট কমে ৬২১৩.৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০২ পয়েন্ট কমে ২২০৭.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.১২ পয়েন্ট কমে ১৩৪৮.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, ইউনিক হোটেল, জেনেক্স ইনফোসেস, ইস্টার্ন হাউজিং, আমরা নেট, এডিএন টেলিকম, আমরা টেক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাঃ ও সী পার্ল বীচ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সমতা লেদার, বিডি অটোকারস, লিগেসী ফুটওয়্যার, ইউনিয়ন ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড সিরামিকস, জেমীনি সী ফুড, আমরা টেকনোলজি, প্রাইম লাই ইন্স্যুঃ, আজিজ পাইপস, জিকিউ বলপেন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়াইম্যাক্স, বিডি কম, জেএমআই হাসপাতাল, পেপার প্রসেসিং, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, বিডি থাই, মুন্নু অ্যাগ্রো ও অ্যাম্বী ফার্মা।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৭৮১৭৫৯০৪৪২.০০।