October 7, 2024 - 2:33 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিখন্দকার মাহবুবের দাফন আজিমপুরে

খন্দকার মাহবুবের দাফন আজিমপুরে

spot_img

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিএনপি দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে চক্ষু হাসপাতাল, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে রোববার (১ জানুয়ারি) বিকেলে আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুবকে দাফন করা হবে।

এদিকে, বিএনপি দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রোববার ফজরের পর প্রথম জানাজা, এরপর সকাল ৯টায় মিরপুরে চক্ষু হাসপাতালে (বিএনএসবি) দ্বিতীয় জানাজা ও সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে তৃতীয় জানা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টা চৌধুরীপাড়া মাটির মসজিদ ও দুপুর ২টা ৩০ মিনিট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুব হোসেনকে দাফন করা হবে।

গতকাল শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এর আগে, গত ২৬ ডিসেম্বর খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে পানি আসায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ