পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৮৫টি কোম্পানির ৪ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার ৮১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭২ কোটি ৫ লক্ষ ৫১ হাজার ৩৮৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৮৪ পয়েন্ট কমে ৬১৯৩.০৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৭০ পয়েন্ট কমে ২২১০.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.০৭ পয়েন্ট কমে ১৩৪৫.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, সী পার্ল বীচ, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিএসসি, শাইনপুকুর সিরামিক, আল-হাজ¦ টেক্সটাইল ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগ্যাসী ফুটওয়্যার, ইনটেক লিঃ, ন্যাশনাল ফিড মিল, ওআইম্যাক্স ইলেক্ট্রোড, বিডি অটোকারস, ইস্টার্ন হাউজিং, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ লিঃ, বাটা সুজ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জুট স্পিনার্স হাক্কানী পাল্প, সোনালী পেপার, জিকিউ বলপেন, বেঙ্গল উইন্ডসোর, প্রাইম ব্যাংক, জিল বাংলা সুগার মিল, শ্যামপুর সুগার মিল, সিনোবাংলা ইন্ডস্ট্রিজ ও ইমান বাটন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১৮৯৫৯৯০৬৫৫০.০০।