নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে আগামী তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। তিনদিন বন্ধের পর আগামী সোমবার (২৭ মার্চ) থেকে নিয়মিত লেনদেন হবে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৪ মার্চ (শুক্রবার) ও ২৫ মার্চ (শনিবার) সরকারি ছুটি। এরপর ২৬ মার্চ (রোববার) স্বাধীনতা দিবসের দিনের ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সরকারী অফিস, ব্যাংক ও পুঁজিবাজার।
আগামী ২৭ মার্চ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।