নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় ৬৬ টি কোম্পানির একটিও শেয়ার বিক্রি হয়নি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জের লেনদেন শেষে দেখা গিয়েছে এই কোম্পানিগুলোর একটি শেয়ারও লেনদেন হয়নি।
ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মাঝে প্রকৌশল খাতের ১১টি, টক্সটাইল খাতের ২৩টি, ওষুধ ও রসায়ন খাতের ৪টি, পেপার ও প্রিন্টিং খাতের ১টি, আইটি খাতের ১টি, বিমা খাতের ৪ টি, জ্বালানি খাতের ৪টি, খাদ্য ও সহযোগী খাতের ৩টি, সিমেন্ট খাতের ৩টি, বিবিধ খাতের ২টি, ব্যাংকিং খাতের ২টি এবং আর্থিক প্রতিষ্ঠান ৮টি কোম্পানি রয়েছে।
কোম্পানিগুলো হলো:- আইসিবি ইসলামি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক, ক্রাউন সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট, এটলাস বাংলাদেশ, বিবিএস, কপারটেক, ইফাদ অটোস, নাহী এলুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, অলিম্পিক এক্সেসরিজ, কাসেম ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস, এসএস স্টিল, বে লিসিং, ফার-ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুডস, গোল্ডেন হারভেস্ট, ডেসকো, এনার্জিপ্যাক, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, ইনডেক্স এগ্রো, সাভার রিফ্রেক্টরিজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, গ্লোবাল হেভি ক্যামিকেল, ফার্মা এইড, স্যাল্ভো ক্যামিকেল, ওয়াটা সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিম, সি অ্যান্ড এ টেক্সটাইল, ড্রাগন সুয়েটার, এনভয় টেক্সটাইল, ইভেন্স টেক্সটাইল, ফ্যামিলি টেক্স, হামিদ ফেব্রিক্স, কাট্টলি টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, মতিন স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, মিথুন নিটিং, এমএল ডাইং, নূরানী ডাইং, প্রাইম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, রিংশাইন, সাইহাম কটন, তাল্লু স্পিনিং, জাহিন স্পিনিং, জাহিন টেক্সটাইল এবং বাংলাদেশ সার্ভিস।
এছাড়াও, তালিকাভুক্ত ১২৪ টি কোম্পানি সর্বোচ্চ ১০ টি করে শেয়ার লেনদেন করেছে।