December 5, 2025 - 1:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

spot_img

বিনোদন ডেস্ক : পরিচালক রাজর্ষি দে-র ‘মায়া’ ছবির হাত ধরে টলিউডে অভিনয়ে হাতেখড়ি হয়েছে বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। আর এবার এই ছবির জন্যই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন মিথিলা। সঙ্গে পেয়েছেন মৈত্রী অ্যাওয়ার্ড।

সম্প্রতি, হায়দ্রাবাদে আয়োজিত হয় তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই মিথিলার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনয়ের জন্য এদেশে এটাই মিথিলার প্রথম পুরস্কার। অভিনয়ের জন্য এই সম্মান পেয়ে খুব স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

গত ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে বসেছিল তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আসর। শেষদিন ১১ ডিসেম্বর মিথিলার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেত্রী, তথা সমাজকর্মী।

তবে শুধু ‘মায়া’ ছবির জন্য পুরস্কার জিতে নেওয়াই নয়, মিথিলা অভিনীত এই ছবিটি তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘মায়া’ দেখানো হলেও এই ছবিটি সকলের জন্য এখনও মুক্তি পায়নি। খুূব সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির তবে শুধু ‘মায়া’ নয়, তারপরেও টলিউডের আরও বেশকিছু ছবিতে কাজ করে ফেলেছেন মিথিলা।

এর আগে ‘মায়া’ নিয়ে মিথিলা বলেছিলেন, ‘মায়া ছবিটা ম্যাকবেথের অনুসরণে তৈরি। এখানে হুবহু ওই গল্পই তুলে ধরা হয়েছে এমনটা নয়। ম্যাকবেথের চরিত্রগুলি সবই এখানে রয়েছে, তবে গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। এই কারণেই নাম রাখা হয়েছে মায়া। গল্পে মায়া-র যাত্রাপথ দেখানো হয়েছে।’

নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে মিথিলা বলেন, ‘গল্পে একটা সময় দেখা যায়, ১৭-১৮ বছরের বয়সের মায়াকে, এরপর আবার ৩০ বছর বয়সে গিয়ে মায়াকে দেখা যায়, পরে আবারও যখন তাঁকে দেখা গেল, সেটা তাঁর পরিণত বয়স, ৫০-এর আশেপাশে। মায়া হল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা, যাঁকে জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সে কখনও মাথানত করেনি। সে তাঁর লক্ষ্যে স্থির ছিল, লক্ষ্যে পৌঁছতে বাকি চরিত্রগুলিতে প্রভাবিত করেছে। এখানে বিভিন্ন সময়, বিভিন্ন লুকে মায়াকে দেখা যাবে, যে বিভিন্ন ভাষায় কথা বলেছে।’ সূত্র-জিনিউজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...