পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১২টি কোম্পানির ৪ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ১২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩২৮ কোটি ৪৮ লক্ষ ৬৩ হাজার ১১১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৬.২৬ পয়েন্ট কমে ৬২০৬.৬৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.১৯ পয়েন্ট কমে ২২১৫.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৪ পয়েন্ট কমে ১৩৫২.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, আরডি ফুড, বিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক ও জেমিনী সী ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগ্যাসী ফুটওয়্যার, আরডি ফুড, আলহাজ¦ টেক্সটাইল, মুন্নু এগ্রো, আরএসআরএম স্টীল, শমরিতা হসপিটাল, সোনালী পেপার, আনলিমা ইয়ান, মনোস্পুল পেপার ও ইউনিয়ন ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেঙ্গল উইন্ডসোর, ইমাম বাটন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইসলামি কমার্শি য়াল ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও বিডি ওয়েল্ডিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০৯৩৫০৯১৮২১৬.০০।


