নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্পোরেট পরিচালক আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।
অপরদিক, কোম্পানিটির আরেক কর্পোরেট পরিচালক অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওই পরিমান শেয়ার ক্রয় করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বেক্সিমকো ফার্মার কর্পোরেট পরিচালক আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড ১৭ লাখ শেয়ার বিক্রয় করেছে। কোম্পানিটির কর্পোরেট পরিচালক অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওই পরিমান শেয়ার ক্রয় করেছে। যা ডিএসইর মাধ্যমে বর্তমান বাজার মূল্যে ব্লক মার্কেটে ক্রয় ও বিক্রয় করা হয়েছে। এর আগে ১৩ মার্চ এ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়।