পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেনের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৮টি কোম্পানির ৮ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ২৭০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪৫ কোটি ৬৮ লক্ষ ২৩ হাজার ২৫১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.১৩ পয়েন্ট কমে ৬২৬০.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.০৯ পয়েন্ট বেড়ে ২২২৬.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৫ পয়েন্ট বেড়ে ১৩৬২.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, সী পার্ল বীচ, আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, বিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, জেমিনী সী ফুড ও শাইনপুকুর সিরামিক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ঢাকা ইন্স্যুরেন্স, আরডি ফুড, বিডিকম অনলাইন, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বেঙ্গল উইন্ডসোর, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বিজিআইসি, ইউনিক হোটেল ও ন্যাশনাল টি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল ফিড মিল, পদ্ম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, সিটি জেঃ ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, বিডি থাই ফুড, খান ব্রাদার্স পিপি, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৫৯১৫৯০৭০৯০.০০।