নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.৬০ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬৯৮ বারে ২৮ লাখ ১৯ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৭ লাখ টাকা।
ইস্টার্ন হাউজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৩.৩৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
শাইনপুকুর সিরামিকস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স,নাভানা ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স,বেক্সিমকো ফার্মা, বুসুন্ধরা পেপার, জেএমআই হসপিটাল ও বিডি মনোস্পুল লিমিটেড।