পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৬টি কোম্পানির ৭ কোটি ২৯ লক্ষ ৭২ হাজার ৩২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬০৮ কোটি ৪৪ লক্ষ ৭২ হাজার ৮৩৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৩৫ পয়েন্ট কমে ৬২৮৩.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.২২ পয়েন্ট কমে ২২৩৫.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৭ পয়েন্ট কমে ১৩৭১.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, বিএসসি, শাইনপুকুর সিরামিক, সোনালী পেপার, জেমিনী সী ফুড, সী পার্ল বীচ, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী পেপার, সিলভা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, বীচ হ্যাচারী, অ্যাপেক্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মুন্নু এগ্রো ও এএমসিএল (প্রান)।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, প্রগতী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বসুন্ধরা পেপার, জেএমআই হসপিটাল ও মনোস্পুল পেপার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭০৫০১৫৫১৯২৮.০০।