January 27, 2025 - 10:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসিজিসি না মেনে আমরা নেটওয়ার্ক ও আমরা টেকনোলজির এমডি একজনই

সিজিসি না মেনে আমরা নেটওয়ার্ক ও আমরা টেকনোলজির এমডি একজনই

spot_img

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের দুই কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং আমরা টেকনোলজিস লিমিটেড। কোম্পানি দুটি কর্পোরেট গভর্ন্যান্স কোড অমান্য করেই যাচ্ছে।

বিশেষ পর্যবেক্ষণে জানা গেছে, আমরা নেটওয়ার্ক লিমিটেড ও আমরা টেকনোলজি লিমিটেড কোম্পানি দুটি এমডির পদে রয়েছেন একই ব্যক্তি। এ কোম্পানি দুটির চেয়ারম্যান হলেন সৈয়দ ফারুক আহমেদ। উভয় প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সৈয়দ ফারহাদ আহমেদ।

ফলে করপোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) না মেনেই আমরা নেটওয়ার্ক লিমিটেড ও আমরা টেকনোলজি লিমিটেড কোম্পানি দুটি পরিচালনা করছেন সৈয়দ ফারহাদ আহমেদ। যা করপোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) লঙ্ঘণীয়।

কর্পোরেট গভর্ন্যান্স কোর্ড (৩ জুন ২০১৮) এর ৩ (১) (সি) ধারায় বলা আছে, কোনও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব বা প্রধান আর্থিক কর্মকর্তা একইসময় অন্য কোনও কোম্পানি, প্রতিষ্ঠানে একই পদে বা অন্য কোনও পদে নিযুক্ত থাকতে পারবেন না।

নিয়ন্ত্রক সংস্থা কোর্পোরেট কোড জারি করলেও তা আসলেই সঠিকভাবে মানছেনা কোন কোম্পানিই। এদিকে নিয়ন্ত্রক সংস্থা গুলো কর্পোরেট কোড জারি করেই দায় সেড়েছে । নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাবে কোম্পানিগুলোর অনিয়ম নিয়মিত হয়ে যাচ্ছে। আর ঝুঁকিতেই থেকে যাচ্ছে পুঁজিবাজার।

এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক মোঃ মিজানুর রহমান, এফসিএস বলেন, “ ডিএসই ও সিএসই এর সঠিক তদারকির অভাবে এসব কোম্পানি অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছে। তিনি আরোও বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রনকারি কর্তৃপক্ষের ঠিলে-ঠালা মনিটরিং ও বিএসইসির উদাসিনতায় পুঁজিবাজারে এ ধরনের কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে পুঁজিবাজার কখনোই স্বাভাবিক আচরণ করছেনা। আর বাজারে কিছু হলেই নিয়ন্ত্রনকারি কর্তৃপক্ষ তার দায় চাপিয়ে দেন এর ওর ঘারে এবং প্রতারিত হন সাধারন বিনিয়োগকারি”।

আমরা নেটওয়ার্ক লিমিটেড এর মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ৬৮২ টি। তাদের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩৩.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৩.৭৫ বিনিয়োগকারি শতাংশ, বিদেশি বিনিয়োগকারি ১৫.৯৮ শতাংশ এবং ২৭.২৩ সাধারন বিনিয়োগকারিদের হাতে।

কোম্পানিটির অনিরিক্ষত ১ম প্রান্তিকে (১ম জুলাই২০২১- ৩০ সেপ্টেম্বর২০২১) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায় কোম্পানিটির ১ম প্রন্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৫১ টাকা যা একই সময় আগের বছর ছিলো ০.৭৮ টাকা। ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ০.৩১ টাকা যা একই সময়ে আগের বছর ছিলে ১.৯৩ টাকা। ১ম, প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট এ্যাসেট ভ্যালু হয়েছে ৩৭.৬০ টাকা। যা একই সময় আগের বছর ছিলো ৩৭.০৯ টাকা।

কোম্পানিটি বিগত ৫ বছরে লভ্যাংশ দিয়েছে যথাক্রমে ২০২১ সালে ৫ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড, ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড, ২০১৯ সালে ৫ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডেভিডেন্ড, ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড এবং ২০১৭ সালে ১০ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড ।

অন্যদিকে আমরা টেকনোলজিস লিমিটেড এর মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৮১ লাখ ৩৭ হাজার ৮৬৪ টি। তাদের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারি ৩৩.৯৫ শতাংশ এবং ৩৬.০৫ সাধারন বিনিয়োগকারিদের হাতে।

কোম্পানিটির অনিরিক্ষত ১ম প্রান্তিকে (১ম জুলাই২০২১- ৩০ সেপ্টেম্বর২০২১) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায় কোম্পানিটির ১ম প্রন্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৫৩ টাকা যা একই সময় আগের বছর ছিলো ০.৩৯ টাকা। ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো কমেছে ১.২৬ টাকা যা একই সময়ে আগের বছর ছিলে ০.০৪ টাকা। ১ম, প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট এ্যাসেট ভ্যালু হয়েছে ২৪.৪৫ টাকা। যা একই সময় আগের বছর ছিলো ২৩.৯৩ টাকা।

কোম্পানিটি বিগত ৫ বছরে লভ্যাংশ দিয়েছে যথাক্রমে ২০২১ সালে ৫ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড, ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড, ২০১৯ সালে ৫ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডেভিডেন্ড, ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড এবং ২০১৭ সালে ১০ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড ।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ২৩.১০ টাকা এবং সর্বোচ্চ ৪০.৫০ টাকায়। কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে মার্কেটের এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত বছর বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান। তবে তাদের মধ্যে ৭ হাজার...

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি,...

যারা ক্ষমতামুখি হয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে: চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ...

আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক: জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই ৬০ বছরে পা দিবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক...

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে সোমবার (২৭ জানুয়ারি)...

স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ৬টি মাইক্রোওয়েভ ওভেন

কর্পোরেট ডেস্ক: বেকিং, গ্রিল সহ নানা স্টাইলের রান্না নিয়ে শৌখিন হতে এখন আর বাধা নেই, কারণ স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক...

টানা দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেন জয় সিনারের

স্পোর্টস ডেস্ক : আলেক্সান্দার জেভরেভকে হতাশ করে টানা দ্বিতীয় বারের মোত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। ২৩ বছর এই ইতালিয়ান রড লেভার এরেনায়...