পুঁজিবাজার ডেস্ক : আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৬টি কোম্পানির ৯ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার ৪৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৪৮ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ১৭৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে ৬২৯৫.৬৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৮৯ পয়েন্ট বেড়ে ২২৪১.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.১১ পয়েন্ট বেড়ে ১৩৬৯.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, জেনেক্স ইনফোসিস, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, সী পার্ল বীচ, ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুড ও বেক্সিমকো ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, মুন্নু সিরামিক, অ্যাপেক্স ফুটওয়ার, মুন্নু এগ্রো, বঙ্গজ লি:, সী পার্ল বীচ, ফাইন ফুডস লি, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, কোহিনুর কেমিক্যাল ও অ্যাপেক্স ফুড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ইনফিউশন, বিএসসি, এডিএন টেলিকম, হাওয়া ওয়েল টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, ন্যাশনাল হাউজিং, আমরা নেটওয়ার্ক, আইটিসি, বিএনআইসিএল ও লুব-রেফ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭৩৯৮২৬৭২৬৭৬.০০।