পুঁজিবাজার ডেস্ক : আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৫টি কোম্পানির ১০ কোটি ৪০ লক্ষ ১০ হাজার ২২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৮৭ কোটি ১২ লক্ষ ২২ হাজার ৩০২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৭.৫৫ পয়েন্ট বেড়ে ৬২৯৪.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭৭ পয়েন্ট বেড়ে ২২৩০.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৯ পয়েন্ট বেড়ে ১৩৭৩.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বিএসসি, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাঃ, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক, সামিট এলায়েন্স পোর্ট ও ইউনিক হোটেল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বীচ্ হ্যাচারী, রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই ফুড, রিলায়েন্স ইন্সুঃ, কোহিনুর কেমিক্যাল, সামিট এলায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাঃ, শাইনপুকুর সিরামিকস ও প্রগতি ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি লাইফ ইন্সুঃ, ই-জেনারেশন, এডিএন টেলিকম, আমরা টেকনোলজি, আমরা নেটওয়ার্ক, আইটিসি, আইসিআইসিএল, জাহিন স্পিনিং, জিল বাংলা ও ইস্টার্ন লুব্রিকেন্টস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭৩৩৮১৮১১৫৩৩.০০।